Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর দলিল সরকার নির্ধারিত ফিসাদি যথাযথভাবে গ্রহন পূর্বক রেজিস্ট্রী করা হয়। 

২। রেজিষ্ট্রীকৃত দলিলসমুহ বালাম বহিতে নকলপূর্বক উক্ত বালাম বহি যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

৩। রেজিষ্ট্রীকৃত দলিলসমূহ বালাম বহিতে নকল কার্য সম্পন্ন হওয়ার পর পক্ষগণকে ফেরত দেওয়া হয়।

৪। কোন ব্যক্তি বা ব্যক্তিগণের প্রয়োজনে রেজিষ্ট্রীকৃত দলিলের নকল সরবরাহ করা হয়। 

৫। তল্লাশীর মাধ্যমে কোন ব্যক্তি বা সংস্থাকে প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়।

৬। তল্লাশীর মাধ্যমেকোন ব্যক্তি বা সংস্থাকে তল্লাশ প্রতিবেদন সরবরাহ করা হয়। 

৭।  জরুরী প্রয়োজনে চাহিদা মোতাবেক তথ্য সরবরাহ করা হয়। 

৮। সুষ্ঠু বিচার কার্য পরিচালনার স্বার্থে মাহামান্য আদালতের চাহিদা মোতাবেক রেকর্ড পত্র সরবরাহ করা হয়।

 ৯।  যে কোন সরকারী প্রয়োজনে জমির গড় মূল্যে তালিকা প্রদর্শন ও সরবরাহ করা হয়।

 ১০। সমাপ্তকৃত রেকর্ড পত্রাদী গুরুত্ব সহকারে যথা নিয়মে মহাফেজ খানায় সংরক্ষন করা হয় এবং নিয়মনুযায়ী ঐ গুলির তদারকি করা হয়।